Site icon Jamuna Television

খাশোগি হত্যাকাণ্ডের বিচার শুরু: সৌদি আরব

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিচার শুরু করেছে সৌদি আরব। হত্যাকান্ডের প্রায় তিন মাস পর শুরু হলো এ বিচার।

বৃহস্পতিবার রিয়াদে বিচার প্রক্রিয়া শুরু হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিচারে আইনজীবীরা হত্যার দায়ে অভিযুক্ত ১১ আসামির মধ্যে ৫ জনের ফাঁসির দাবিতে আপিল করেছেন। সন্দেহভাজন আরও ১০ ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানানো হয় সৌদি গণমাধ্যমে। তবে হত্যাকান্ডে অভিযুক্তদের কোন নাম-পরিচয় প্রকাশ করেনি সৌদি সরকার।

তবে সৌদি অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ বিন আবুদল্লাহ আল মুজাব অভিযোগ করে বলেন, তুরস্কের কাছে এ হত্যাকান্ডের তথ্য-প্রমাণের জন্য নথি চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটে প্রবেশের পরই নিখোঁজ হন দ্য ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। শুরু থেকেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে তুরস্ক। প্রথমে অস্বীকার করলেও পরে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।

Exit mobile version