Site icon Jamuna Television

ভোট কেন্দ্রে ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের অনুপস্থিতি অবাক করেছে: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচনের দিন বেশিরভাগ কেন্দ্রে বিএনপি-ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের অনুপস্থিতি অবাক করেছে। বিএনপি বরাবরই নির্বাচনে মনযোগী না হয়ে গায়েবি নির্দেশের অপেক্ষা করেছে যা তাদের জন্য দু:স্বপ্নে পরিণত হয়েছে। আজ জাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় ইনু আরো বলেন, কর্মীদের কাছে নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি নেতারা ইসির কাছে মনগড়া অভিযোগ করছে। বিএনপি নির্বাচনে হারলেই ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবি উত্থাপন করে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে বিএনপি আবারও ষড়যন্ত্রের বীজ বুনছে।

Exit mobile version