Site icon Jamuna Television

রাজধানীতে কভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর মৎস্য ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় তাজুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে মোটরসাইকেল আরোহী তাজুল ইসলামকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগামী কভার্ড ভ্যান।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তাজুলের সঙ্গে থাকা আরেক আরোহী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। মৎস্য ভবনের সামনের রাস্তা থেকে কভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

নিহত তাজুল ঢাকা মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স চালক।

Exit mobile version