Site icon Jamuna Television

মাশরাফীকে মন্ত্রিত্ব দেয়ার দাবিতে মানববন্ধন

জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজাকে মন্ত্রিত্ব দেয়ার দাবিতে নড়াইলে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে সম্মিলিত সংস্কৃতিক জোট এ মানববনের আয়োজন করে। এ সময় মানববন্ধনে কয়েক শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তব্য দেন সম্মিলিত সংস্কৃতিক জোট নড়াইল জেলা শাখার সভাপতি মলয় কুমার কুন্ডু, যুগ্ন সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, নারী নেত্রী আনজুমান আরা বেগম, রওশন আরা কবীর লিলি, সালমা রহমান কবিতা, কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ।

বক্তারা বলেন, স্বাধীনতার পর প্রতিটা সংসদ নির্বাচনে নড়াইলের মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়ী করেছে। স্বাধীনতার এই ৪৭ বছরেও নড়াইলের কোন নেতা মন্ত্রিত্ব পাননি। একাদশ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মাশরাফীকে বিপুল ভোটে জয়ী করেছে নড়াইলের সাধারণ মানুষ। তাই এবার মাশরাফীকে মন্ত্রীত্ব দেয়ার দাবি জানান তারা।

Exit mobile version