Site icon Jamuna Television

আটলান্টিকে রণতরী পাঠাবে ইরান

আগামী কয়েক মাসের মধ্যেই আটলান্টিক মহাসাগরে মার্কিন জলসীমার কাছে রণতরী পাঠাবে বলে ঘোষণা দিয়েছে ইরান। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে।

ইরানি নৌবাহিনী বলেছে, তার দেশ পারস্য উপসাগরে মার্কিন রণতরীর উপস্থিতির পাল্টা ব্যবস্থা হিসেবে আগামী মার্চ থেকে আটলান্টিকে রণতরী মোতায়েন করবে।

রিয়াল-অ্যাডমিরাল তাওরাজ হাসসানি বলেন, আন্তর্জাতিক জলসীমায় ইরান তার নিয়মিত উপস্থিতি বাড়াবে। নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই আন্তর্জাতিক জলসীমায় ইরানি পতাকা উত্তোলন করা হবে।

ইরানি নববর্ষের শুরুতেই ইরানী নৌবহর আটলান্টিকে যাত্রা শুরু করবে বলে শুক্রবার জানিয়েছেন তাওরাজ হাসসানি।

তিনি জানান, অভিযানে প্রেরিত রণতরীগুলোতে হেলিকপ্টার ওড়ার ডেক সহ বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী মিসাইল সহ ভূমি এবং আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইলও রয়েছে। তাছাড়া এতে ইলেকট্রনিক ওয়ারফেয়ারেরও ব্যবস্থা আছে।

Exit mobile version