Site icon Jamuna Television

‘মিয়ানমার সেনাদের বর্বরতা সব কিছুকে ছাড়িয়ে গেছে’

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতা সব কিছুকে ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জর্ডানের রানি ‘রানিয়া আল আবদুল্লাহ’। বলেছেন, স্বজনদের চোখের সামনে এমন হত্যাযজ্ঞ মেনে নেয়া যায় না।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প পরিদর্শন শেষে আজ সোমবার দুপুরে সাংবাদিকদের এসব বলেন তিনি।

রোহিঙ্গা শিশুদের বিষয়ে জর্ডান বিশেষভাবে অবগত আছে জানিয়ে রানী বলেন, এই জনগোষ্ঠির মানুষের পাশে থাকবে তার দেশ। মানবাধিকার সংস্থাগুলো যেসব কাজ করছে তা প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।

জাতিসংঘ ও শরণার্থীদের নিয়ে কাজ করা সংগঠনগুলোকে রোহিঙ্গা মুসলিম নিপীড়ন বন্ধ করতে এগিয়ে আসার আহ্বানও জানান রানিয়া আল আবদুল্লাহ। রোহিঙ্গাদের এমন অবর্ণনীয় কষ্টের সময় তাদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানান তিনি। এজন্য বাংলাদেশকে বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে আরও বড়ো ধরণের সহায়তা দেয় করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

Exit mobile version