Site icon Jamuna Television

গাজা থেকে অফিস গুটিয়ে নিচ্ছে ফাতাহ

নিরাপত্তার অভাবে ফিলিস্তিনের গাজা থেকে সব অফিস গুটিয়ে নিচ্ছে দেশটির ক্ষমতাসীন সংগঠন ফাতাহ।

ফাতাহর মুখপাত্র আটেফ আবু ইয়ুসুফ জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজায় ফাতাহ’র সব অফিস বন্ধ থাকবে।

ফাতাহর মুখপাত্র আবু ইয়ুসুফ আরও জানান, হামাসের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালির আগে ফাতাহর পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

কিন্তু হামাস থেকে নির্বাচিত গাজার স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ফাতাহর অভিযোগ সত্য নয়। তারা কেবল ৩৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল, পরে তাদের আবার ছেড়ে দেয়া হয়।

২০০৭ সালে গৃহযুদ্ধের মাধ্যমে ফাতাহর কাছ থেকে গাজার কর্তৃত্ব গ্রহণ করে হামাস। কায়রোতে গত মাসে ফিলিস্তিনের বিবদমান দুই সংগঠনের মতবিরোধ দূর করতে বৈঠকে বসেছিলে মিসরের কর্মকর্তারা। কিন্তু তা ফলপ্রশ্রু হয়নি।

Exit mobile version