Site icon Jamuna Television

ফিলিস্তিন টিভি’র কার্যালয়ে হামলা ও ভাঙচুর

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফিলিস্তিন টিভি’র কয়েকটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা।

হামাস নিয়ন্ত্রণাধীন এলাকায় এ হামলার ঘটনায় অনুসন্ধান শুরু করেছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিষ্ঠানটির প্রধান রাফাত আল-কিদরা জানান, শুক্রবার অন্তত পাঁচজন দুর্বৃত্ত চালায় এ হামলা। হামলায় প্রায় দেড় লাখ ডলারের ক্ষয়ক্ষতি হয়।

রাফাত আল-কিদরা বলেন, “অফিসে কেউ ছিল না। হঠাৎ ভাঙচুরের শব্দে ভবনের মালিক ভেবেছিলেন সংস্কারের কাজ চলছে। ভেতরে ঢুকে দেখেন, তাণ্ডব চালাচ্ছে পাঁচজন লোক। তারা কেউ মুখোশ পরিহিত ছিল না। আমাদের দরজা, জানালা, ক্যামেরা, কম্পিউটার, স্ক্রিন, রেডিও-টেলিভিশনের জন্য ব্যবহৃত কোনো যন্ত্রই আস্ত রাখেনি তারা।”

টিভি স্টেশনটি ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত। হামলার ঘটনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাসকেই দায়ী করছে টেলিভিশন কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, এ ঘটনার পর অঞ্চলটিতে ফিলিস্তিন সরকার আর হামাসের মধ্যে উত্তেজনা আরও বাড়বে।

অন্যদিকে হামাস এ হামলার দায় অস্বীকার করে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

Exit mobile version