Site icon Jamuna Television

হুতি বিদ্রোহীদের প্রতি ত্রাণ চুরি বন্ধের আহ্বান সৌদি রাষ্ট্রদূতের

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতি ত্রাণ চুরি বন্ধের আহ্বান জানিয়েছেন ইয়েমেনের সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ বিন সাঈদ আল-জাবের।

শুক্রবার সংবাদ সংস্থা এপি’কে এসব কথা বলেন তিনি।

তিনি জানান, হুতির বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্য দ্বারা তহবিল পাঠানো হয়। যার ৬০ শতাংশ তহবিল এখনও তাদের উদ্দেশ্যে ব্যয় করা হয় না। ত্রাণের বেশিরভাগই হুতিরা নিজেদের প্রয়োজনে কাজে লাগাচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে বাড়তি লাভে বিক্রির ঘটনাও ঘটছে।

এর আগে জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা- ডব্লিউএফপি হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ আনে।

ইয়েমেনে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ বিন সাঈদ আল-জাবের বলেন, ইয়েমেনের মাত্র ৪০ ভাগ মানুষ ত্রাণ পাচ্ছে। যার বেশিরভাগই নিজেদের প্রয়োজনে কাজে লাগাচ্ছে হুতিরা। অনেক ক্ষেত্রে, বাড়তি লাভের আশায় কালোবাজারে সেসব ত্রাণ বিক্রি করছে। এটা জঘন্য অপরাধের শামিল। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে তা নিশ্চিত করতে হবে।

Exit mobile version