Site icon Jamuna Television

বিলোনিয়া স্থলবন্দরে ধর্মঘট ৬ষ্ঠ দিনে চলছে

কারপাস সিস্টেম চালুর প্রতিবাদে ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে চলা ধর্মঘট ৬ষ্ঠ দিনে গড়ালো। টানা ধর্মঘটে বন্দরজুড়ে তৈরি হয়েছে অচলাবস্থা। আটকা পড়ে আছে পণ্যবাহী বহু ট্রাক।

সংকট নিরসনে শুক্রবার প্রশাসনের সাথে শ্রমিকদের বৈঠক হলেও কোন সিদ্ধান্ত হয়নি। গেল অক্টোবরে ভারতে অনুষ্ঠিত জেজিওসির যৌথসভায় বিলোনিয়াসহ দেশের চারটি বন্দর দিয়ে কারপাস বা গাড়ির ছাড়পত্র দেয়ার পদ্ধতি চালুর সিদ্ধান্ত হয়। তা কার্যকর হয়েছে নতুন বছর থেকে।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগে বাংলাদেশ অংশে পণ্য ওঠানামা হলেও এখন হচ্ছে ভারতে। সেখানে যাওয়ার অনুমতি নেই বাংলাদেশি শ্রমিকদের।

Exit mobile version