Site icon Jamuna Television

চীনা মতাদর্শে ইসলাম ধর্ম প্রণয়নে আইন পাস

সমাজবাদের সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলাম ধর্ম প্রণয়নে আইন পাস করেছে চীন। ডিক্রিতে বলা হয়েছে, চীনা মতাদর্শ অনুযায়ী ইসলামকে ঢেলে সাজাবে বেইজিং। আর এ পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে আগামী পাঁচ বছরের মধ্যে। চীনের প্রধান ইংরেজি দৈনিক গ্লোবাল টাইমস জানিয়েছে এ তথ্য।

জানা যায়, আটটি ইসলামিক সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয় চীন সরকার। তবে এতে সম্মতি দেয়া সংগঠনগুলোর নাম বা বিস্তারিত কিছু জানায়নি পত্রিকাটি। সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের কারণে সম্প্রতি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচিত চীন সরকার।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গেল কয়েক মাস জিনজিয়াং প্রদেশে বন্দিদশায় রয়েছেন ১০ লাখ উইঘুর মুসলিম। যাদের নানাভাবে চাপ প্রয়োগের মাধ্যমে ধর্ম ও মতাদর্শ পরিবর্তনে বাধ্য করা হচ্ছে।

Exit mobile version