Site icon Jamuna Television

উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করেছে পোশাকশ্রমিকরা।

রাস্তায় নেমে এসেছে উত্তরায় অবস্থিত বিভিন্ন গার্মেন্টস এর শতশত কর্মীরা।

রোববার সকাল ৯টার পর থেকে তারা উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে অবস্থান নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা উত্তরার মূল সড়কে অবস্থান নিয়েছে।

পুলিশ তাদের সঙ্গে কথা বলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করছে।

Exit mobile version