Site icon Jamuna Television

সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৭ আসামির ৫ দিনের রিমান্ড

নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূ গণধর্ষণ মামলার সাত আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় গ্রেফতার হলো ৮ জন।

সকালে গ্রেফতার সাত জনকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালতে নেয়া হয়। তাদের সাত দিন করে রিমান্ডের আবেদন করা হলে বিচারক ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গতরাতে ফেনীর সুলতানপুর এলাকা থেকে ছালাউদ্দিন নামে আরেক আসামিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামে ওই নারীর বসতঘর ভাঙচুর করে সন্ত্রাসীরা। স্বামী-সন্তানকে আটকে রেখে চলে গণধর্ষণ। পরে এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়। নির্যাতনের শিকার ওই নারী এখনও হাসপাতালে চিকিৎসাধীন।

Exit mobile version