Site icon Jamuna Television

মাশরাফীকে মন্ত্রী করার দাবিতে মানববন্ধন

জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজাকে মন্ত্রীত্ব দেয়ার দাবিতে লোহাগড়ায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় লক্ষ্মীপাশা চৌরাস্তায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম, হায়াতুর জামান, লক্ষ্মীপাশা মহিলা কলেজের অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম, শিক্ষক নেতা হাসানুজ্জামান প্রমূখ।

লোহাগড়া বাসীর জামাই (মাশরাফী) মন্ত্রী হলে শুধু নড়াইল নয় গোটা দেশ উপকৃত হবে। দেশকে এগিয়ে নিতে তার মতো ভালো এবং সৎ মানুষের প্রয়োজন বলে মনে করেন বক্তারা। মাশরাফীকে মন্ত্রীত্ব দেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্থক্ষেপও কামনা করেন।

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Exit mobile version