Site icon Jamuna Television

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতরা শপথ নিবে না: আ স ম আব্দুর রব

ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতরা শপথ নিচ্ছেন না এমনটা জানিয়েছেন আ স ম আব্দুর রব; জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ঐক্যফ্রন্ট অটুট আছে, জনগণের স্বার্থে কিছুদিনের মধ্যেই কর্মসূচি ঘোষণা করা হবে।

এরআগে সকালে মতিঝিলে ড. কামালের চেম্বারে একাদশ সংসদ নির্বাচনের পর জরুরি বৈঠকে বসে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। ফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।

Exit mobile version