Site icon Jamuna Television

৫ ঘণ্টার পর উত্তরার সড়কে অবরোধ তুলে নিলো পোশাকশ্রমিকরা

দীর্ঘ ৫ ঘণ্টার পর উত্তরার সড়ক থেকে অবরোধের সরিয়ে নিয়েছে পোশাকশ্রমিকরা। গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে।

মালিকপক্ষ আশ্বাস ও পুলিশের হস্তক্ষেপে রোববার দুপুর পৌনে ২টায় তারা সড়ক থেকে সরে যান।

গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে সরকারি মূল্য কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন দেয়া হবে আশ্বাস দিলে অবরোধ সরিয়ে নেয় পোশাকশ্রমিকরা।

এর আগে রোববার সকাল ৯টার পর থেকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ন্যূনতম মজুরি কাঠামো বৃদ্ধি ও বাস্তবায়নের দাবিতে উত্তরায় সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকরা।

রাস্তায় নেমে আসে উত্তরায় অবস্থিত বিভিন্ন গার্মেন্টস এর শতশত কর্মীরা।

অবরোধের ফলে উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

প্রথম দিকে আব্দুল্লাহপুর সড়কের একপাশে সীমিতভাবে যান চলাচল করতে পারলেও পরে শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল একেবারেই অবরুদ্ধ হয়ে পড়ে।

এ সময় অবরুদ্ধ সড়কে সবাইকে পায়ে হেঁটে চলাচল করতে হয়।

Exit mobile version