Site icon Jamuna Television

ফেলানী হত্যার ৮ বছর আজ, বিচার না পেয়ে হতাশ পরিবার

কুড়িগ্রামের ফেলানী হত্যার ৮ বছর পূর্ণ হলো আজ। ২০১১ সালে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ’র গুলিতে নিহত হয় ১৪ বছরের কিশোরী ফেলানী। দীর্ঘদিনেও হত্যার বিচার না পেয়ে হতাশ তার পরিবার।

২০১১ সালের ৭ জানুয়ারি ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নির্মমভাবে মৃত্যু হয় কিশোরী ফেলানীর। সাড়ে চার ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে তার মরদেহ। এরপর সীমান্তের ওপারে নিয়ে যায় বিএসএফ। এই ঘটনায় তোলপাড় শুরু হলে পরদিন তার লাশ ফেরত দেয়া হয়। বিগত ৮ বছরে হত্যা মামলার কয়েকবার বিচারিক কাজ শুরু হলেও তা এখনও শেষ হয়নি। দীর্ঘদিনেও ফেলানী হত্যার ন্যায় বিচার না পেয়ে হতাশ তার পরিবার ও গ্রামবাসী। তবে সঠিক বিচার পাবার আশাবাদি রাষ্ট্রপক্ষের আইনজীবী। তার পরিবারকে সব ধরণের সহায়তা দেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

Exit mobile version