Site icon Jamuna Television

মেয়াদ শেষের আগে শপথ নেয়া সংবিধান লঙ্ঘন: রিজভী

মেয়াদ শেষের আগেই শপথ নিয়ে সংবিধান লঙ্ঘন করেছে আওয়ামী লীগ। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জনগণের অধিকারের পক্ষে কথা বলা বন্ধ করবে না বিএনপি। জবরদস্তি করে জনঘনের ভোটাধিকার কেড়ে নেয়ার বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন রিজভী। গত ২০/২১ দিন ধরে চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে নিকটাত্মীয়দের দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

Exit mobile version