Site icon Jamuna Television

নতুন মন্ত্রিসভা নিয়ে দলের মধ্যে কোন অসন্তোষ নেই: ওবায়দুল কাদের

নতুন মন্ত্রিসভা নিয়ে দলের মধ্যে কোন অসন্তোষ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, পঁচাত্তর পরবর্তী যে কোনো সময়ের তুলনায় আওয়ামী লীগ এখন সবচাইতে শক্তিশালী ও ঐক্যবদ্ধ। সেই সাথে দলে বিরাজ করছে গণতান্ত্রিক আবহ, যার বহিঃপ্রকাশ মন্ত্রিসভায় নতুনদের অন্তর্ভূক্তি।

গতবারের মতো এবার জাতীয় পার্টি মন্ত্রিসভায় না থাকাকে ইতিবাচক হিসেবে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, এই সিদ্ধান্ত তাদের নিজেদের পাশাপাশি গণতন্ত্রের জন্যও ভালো। জাতীয় পার্টি সংসদে বিরোধী দল হিসেবে শক্ত ভূমিকা পালন করবে বলেও আশা করেন তিনি।

Exit mobile version