Site icon Jamuna Television

এক যাত্রী নিয়ে ছুটলো বিমান!

দাভাও থেকে ম্যানিলাগামী ফিলিপাইন্স এয়ারলাইন্সের বিমান পিআর ২৮১০-তে উঠেন ফিলিপাইন্সের নারী যাত্রী লুইজা এরিপসে। বিমানে উঠে তিনি কাউকেই দেখতে না পেয়ে হতভম্ব হয়ে যান। প্রথমে তিন ঘাবড়ে গেলেও, বিমানকর্মীরা তাকে জানান বিমানযাত্রা বাতিল করা হচ্ছে না।

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, বড়দিনে এমন ঘটনা ঘটে। যা তাকে স্বরণীয় করে রাখে। আর পুরো যাত্রার অভিজ্ঞতার বিবরণ লুইজা শেয়ার করেছেন ফেসবুকে। শুধু তাই নয়, বিমানে রীতিমতো সেলিব্রিটির মর্যাদাও পান ওই নারী।

বিমানে তিনি বেশকিছু ছবি তোলেন। তাতে দেখা যায়, পেছনের সারি বেঁধে খালি বিমানের সিট। বিমানের কর্মীরাও তার সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

যাত্রীসংখ্যা কম হলে, সাধারণত আর্থিক ক্ষতির কারণে সেই বিমানটি বাতিল করা হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে তা হওয়ায়, ফিলিপিন্স এয়ারলাইন্সকে ধন্যবাদ জানাতেও ভোলেননি লুইজা।

Exit mobile version