Site icon Jamuna Television

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ আর টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন।

চট্টগ্রামের ইপিজেড মোড়ে লরির সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষে দুই জন নিহত হয়। স্থানীয়রা জানায়, সকালে কন্টেইনারবাহি লরিটি বন্দর থেকে ইপিজেড মোড়ের দিকে যাচ্ছিল। পথে একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালকসহ দু’জন। আটক করা যায়নি লরির চালককে। চাঁপাইনবাবগঞ্জের কল্যাণপুরে ট্রাকচাপায় নিহত হয়েছেন, মোটরসাইকেলের দুই আরোহী।

এদিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় দাড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হয়।

Exit mobile version