Site icon Jamuna Television

নওগাঁয় পৃথক ডাকাতির ঘটনায় নিহত ১

নওগাঁর রানীনগরে দুই কৃষকের বাড়িতে পৃথক দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় এক ব্যক্তি মৃত্য হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার আমগ্রাম ও সিল মাদার গ্রামে এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গভীর রাতে ২০ থেকে ২৫ জনের মুখোশধারী একদল ডাকাত আমগ্রামের কৃষক মজিবর রহমানের বাড়ির ডাকাতি চালায়। ডাকাতরা বাড়ির একটি দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালায়। প্রায় ঘণ্টাখানেক ডাকাতি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারের লুট করে ডাকাতরা। পরে টের পেয়ে প্রতিবেশীরা ছুটে আসলে ডাকাতরা মোফাজ্জল হোসেন নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। ঘটনার পর পুলিশ মোফাজ্জলের মৃতদেহ উদ্ধার করে।

অন্যদিকে একই উপজেলার সিলমাদার গ্রামের বাসিন্দা ময়নুলের বাড়িতেও লুটের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

Exit mobile version