Site icon Jamuna Television

হঠাৎ বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের পদত্যাগ

হঠাৎ পদত্যাগ করলেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে কার্যকর হবে তার সরে যাওয়ার সিদ্ধান্ত।

সোমবার, এক বিবৃতিতে ৫৯ বছর বয়সী এই কর্মকর্তা জানান, বিশ্ব ব্যাংকে তার যাত্রা ছিলো স্মরণীয়। বাকি জীবন তিনি দারিদ্র দূরীকরণে কাজ করতে চান। তবে, আকস্মিক পদত্যাগের কোন কারণ ব্যাখা করা হয়নি বিবৃতিতে।

জিম ইয়ং কিম ২০১৭ সালে দ্বিতীয় মেয়াদে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন; ২০২২ সাল পর্যন্ত ছিলো তার ক্ষমতার মেয়াদ।

বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে জানানো হয়েছে খুব শিগগিরই তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা জানানো হবে। দক্ষিণ কোরিয়ার এই নাগরিক পড়ালেখা শেষ করেন চিকিৎসা শাস্ত্রে। পরে, ব্যাংকিং খাতেও ছিলো তার গৌরবজ্জ্বল অর্জন। ২০১৮ সালে, ফোবর্সের শীর্ষ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ৪১তম অবস্থানে জিম ইয়ং কিম।

Exit mobile version