Site icon Jamuna Television

রাখাইনে বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীকে নির্দেশ মিয়ানমার সরকারের

রাখাইন রাজ্যে সশস্ত্র বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীকে আবারও অভিযান চালানোর নির্দেশ দিয়েছে মিয়ানমার সরকার। সোমবার, প্রেসিডেন্টের মুখপাত্র জাও তে বিবৃতি দিয়ে এই এই ঘোষণা দেন।

ডিসেম্বর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায়-দফায় সংঘাত চলছিলো বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। গেলো সপ্তাহে ৪টি পুলিশ ফাঁড়িতে হামলা চালায় সশস্ত্র বিদ্রোহীরা।

আরাকান আর্মির আভিযোগ, স্টেশনগুলোকে অস্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করছে সেনাবাহিনী; করছে ভারী গোলাবর্ষণ। যার আঘাতে প্রাণ হারিয়েছে সশস্ত্র বাহিনীর ৩ সদস্য।

জাতিসংঘের দাবি, চলমান সংঘাতে বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে সাড়ে ৪ হাজার মানুষ। তারা স্থানীয় বৌদ্ধ মন্দির ও আশ্রয় কেন্দ্রগুলোয় রয়েছেন। ২০১৭ সালের সেপ্টেম্বরেও বিদ্রোহীদের নিমূর্ল অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন চালায় সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন ৭ লাখের বেশি রোহিঙ্গা।

Exit mobile version