Site icon Jamuna Television

বকেয়া বেতনের দাবিতে বিআরটিসি ডিপোতে তালা

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিআরটিসির চালক-শ্রমিক। তারা ডিপোর গেট তালা দি‌য়ে শত শত গা‌ড়ি আট‌কে রেখেছে। ৯ মাসের বকেয়া বেতনের দাবিতে তারা ডিপোর গেটে তালা দেয় বলে জানা গেছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে রাজধানীর বিমানবন্দর সড়কের জোয়ার সাহারা ডিপোতে শ্রমিকরা আন্দোলন শুরু করে।

এদিকে ডিপো ম্যানেজার নুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, তার যোগদানের পর অতিবাহিত এক বছরের প্রতি মাসের বেতন পেয়েছে শ্রমিকরা। কিন্তু আগের ম্যা‌নেজার থাকাকালে ছয় মাসেরও বেশি ব‌কেয়া বেতন আটকা পড়েছিল। সেই বেতনের জন্য এখন শ্রমিকরা ডি‌পো তালা মেরে রেখেছে।

তিনি আরও বলেন, এ কারণে সকালে ডিপোর ভেতরে শতাধিক গাড়ি আটকা পড়েছে।

জানা যায়, খিলক্ষেত জোয়ার সাহারা এই ডিপো থেকে বিআরটিসির প্রায় ১১০টি বাস রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করে। ডিপোতে ১৪০ জন চালক, শতাধিক সুভারভাইজার ও মেকানিকসহ মোট ৩০০ শ্রমিক কাজ করেন। তারা সবাই সরকারি নিয়োগপ্রাপ্ত।

Exit mobile version