Site icon Jamuna Television

সাত দিন পর বিলোনীয়া স্থল বন্দরে ধর্মঘট প্রত্যাহার

কার পাস বা গাড়ির ছাড়পত্র নিয়ে সমঝোতা না হলেও সাত দিন পর ফেনীর বিলোনীয়া স্থল বন্দরে ধর্মঘট প্রত্যাহার করেছে শ্রমিকরা। সকাল থেকে শুরু হয়েছে রফতানি কার্যক্রম।

বিলোনিয়া শুল্ক স্টেশনের সহকারি রাজস্ব কর্মকর্তা জানান, কোনো ধরনের শর্ত ছাড়া শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে।

বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি জানিয়েছেন, ৭ দিন ধরে আন্দোলন করে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তাই এই পেশা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে শ্রমিকরা। সম্প্রতি বিলোনিয়াসহ চারটি স্থলবন্দরে কার পাস বা গাড়ির ছাড়পত্র ব্যবস্থা চালু হয়। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগে বাংলাদেশ অংশে পণ্য ওঠানামা হলেও এখন হচ্ছে ভারতে। সেখানে যাওয়ার অনুমতি নেই বাংলাদেশি শ্রমিকদের।

Exit mobile version