Site icon Jamuna Television

স্কুলে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে শিক্ষার্থীকে হত্যা

স্কুলের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরগঞ্জে প্রাণ গেছে এক শিক্ষার্থীর। ছুরিকাঘাতে নিহত ওই শিক্ষার্থীর নাম মেহেদী হাসান জয়। সে এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল। সকালে সদর উপজেলার বিন্নাটি আবদুল গণি কারিগরি স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্কুলে আধিপত্য নিয়ে নিউ টেনের দু’জনসহ তিন শিক্ষার্থীর সাথে জয়ের ঝগড়া হয়। আজ সকালে জয় প্রাইভেট পড়তে গেলে স্কুল প্রাঙ্গণেই ওই তিন কিশোর হামলা চালায়। বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। ঘটনা দেখে এক শিক্ষক এগিয়ে এলে ছুরিকাঘাতে তিনিও আহত হন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় জয়কে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Exit mobile version