Site icon Jamuna Television

ঢাবি ছাত্রীকে অপহরণ চেষ্টার ঘটনায় মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গামছা দিয়ে হাত-পা ও মুখ বেঁধে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে।
এদিকে সহপাঠীকে অপহরণ চেষ্টার বিচার চেয়ে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যে একটি মানববন্ধন করেছে সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের শিক্ষার্থীরা।

মানবন্ধনে শিক্ষার্থীরা সিথির অপহরেণর মূল হোতা নিলফামারী ডিমলার খাদ্য বিভাগের পরিদর্শক ও সাবেক ছাত্রলীগ নেতা তফিউজ্জামান জুয়েল সহ তার সহযোগীদের উপযুক্ত বিচার দাবি করে।

ভুক্তভোগী ছাত্রী সিথি কিবরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনিস্টিটিউটের ৩য় বর্ষের শিক্ষার্থী।

এঘটনায় হাতিবান্ধা থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানিয়েছেন ছাত্রীর বাবা আলি আক্তার গোলাম কিবরিয়া।

ভূক্তভোগীর বাবা জানিয়েছেন, ‘তফিউজ্জামান জুয়েল এর নেতৃত্বে মানিক, ফেরদৌস, রানা সহ কয়েকজন যুবক সিথি কিবরিয়াকে গত ২ জানুয়ারি বিকেলে নিলফামারীর হাতিবান্ধায় দোয়ানী তিস্তা ব্যারেজের কাছে পিস্তল-অস্ত্র দেখিয়ে অপহরণ করার উদ্দেশ্যে মুখে গামছা বেঁধে, গলায় পা তুলে, উপর্যুপরি লাথি, কিল ঘুষি, মারধর ও টানা হ্যাঁচড়া করে। এ সময় সিথির বন্ধুরা সিথিকে বাঁচাতে এলে তারাও লাঞ্ছিত হয়। এসময় চিৎকার করে পালিয়ে আসার এক পর্যায়ে পথচারীরা সিথিকে উদ্ধার করে।’

Exit mobile version