
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সকাল আটটায় শুরু হওয়া ভোট চলবে বিকাল চারটা পর্যন্ত।
শীতের সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোট দেয়ার হার বাড়বে বলে আশা রিটার্নিং কর্মকর্তার।
তিনি জানান, প্রতিটি কেন্দ্রে মোতায়েন আছে শতাধিক পুলিশ সদস্য। এছাড়া দুই প্লাটুন বিজিবি, র্যাব ও আনসারও থাকছে ভোটের পরিবেশ রক্ষায়। মাঠে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটও।
গেল ৩০ ডিসেম্বর গোলযোগ ও অনিয়মের কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। বাতিল হওয়া তিনটি কেন্দ্রে মোট ভোট ১০ হাজার ৫৭৪। এই তিন কেন্দ্র ছাড়াই নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে বিএনপি প্রার্থী ১০ হাজার ১১৯ ভোটে এগিয়ে আছেন।
 
				
				
				
 
				
				
			


Leave a reply