Site icon Jamuna Television

নতুন মন্ত্রীদের নিয়ে আজ গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে থাকবেন নব নিযুক্ত মন্ত্রীপরিষদের সদস্যরা।

সব কিছু ঠিক থাকলে হেলিকপ্টারে করে বেলা ১১টা ৪০ মিনিটে টুঙ্গীপাড়া পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২টা নাগাদ তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। অংশ নেবেন ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে।

নবনিযুক্ত মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারা। এসময় গার্ড অব অনার প্রদান করবে স্বশস্ত্র বাহিনীর সদস্যরা। দুপুর ২টা ৪০ মিনিটে আকাশ পথে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে জেলা জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Exit mobile version