Site icon Jamuna Television

পুলিশের ওপর ভর করেছে আওয়ামী লীগ: রিজভী

গণবিরোধী কাজ করে নিজেদের শক্তি হারিয়ে এখন পুলিশের ওপর ভর করেছে আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, সারাদেশে নির্বাচনপরবর্তী সহিংসতা চালাচ্ছে আওয়ামী লীগ। এসব তথ্য গণমাধ্যমে যেন প্রকাশ না করা হয় সেজন্য অঘোষিত সেন্সরশিপ আরোপ করা হয়েছে। রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ, কিন্তু সুচিকিৎসার অধিকার পাচ্ছেন না তিনি। পাশাপাশি, মির্জা আব্বাস ও অফরোজা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলারও সমালোচনা করেন রিজভী।

Exit mobile version