Site icon Jamuna Television

মানবাধিকার রক্ষায় কমিশনের ব্যর্থতায় রুল জারি

গৃহকর্মী খাদিজা আক্তার নির্যাতনের ঘটনায় চার বছরেও প্রতিবেদন দিতে ব্যর্থতার কারণ জানতে চেয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছের হাইকোর্ট।

একই সাথে মানবাধিকার রক্ষায় মানবাধিকার কমিশনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

২০১৩ সালে এক গৃহকর্মী নির্যাতনের ঘটনায় পর্যাপ্ত ব্যবস্থা না নেয়ায় ‘চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশন বাংলাদেশে’র পক্ষে গত ২২ ডিসেম্বর হাইকোর্টে রিট করা হয়।

ওই রিটের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম। তাকে সহযোগিতা করেন আইনজীবী জামিউল হক ফয়সাল।

পরে আইনজীবী আবদুল হালিম জানান, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মানবাধিকার কমিশনের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

একই সঙ্গে ওই গৃহকর্মী নির্যাতনের ঘটনায় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা আগামী ৩০ দিনের মধ্যে জানাতে স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, মানবাধিকার কমিশনসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

১৭ ফেব্রুয়ারি এ মামলা শুনানির জন্য কার্যতালিকায় থাকবে বলে জানিয়েছেন আইনজীবী।

২০১৩ সালে রাজধানীর মিরপুরে গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনা ঘটে।

ওই ঘটনায় একটি জাতীয় পত্রিকায় রিপোর্ট প্রকাশ হয়। ওই রিপোর্টের পরে চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবাধিকার কমিশনে ব্যবস্থা নিতে চিঠি দেয়।

এর পর পাঁচ বছর কেটে গেলেও কোনো ব্যবস্থা না নেয়ায় হাইকোর্টে রিট করা হয়।

Exit mobile version