Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম বানাচ্ছে ভারত

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে ভারত। সরদার প্যাটেল ক্রিকেট স্টেডিয়াম নামে আহমেদাবাদে তৈরি হচ্ছে সবচেয়ে বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি।

৫৪ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটি ২০১৬ সালে ভেঙ্গে ফেলা হয়। এরপর বড় পরিসরে পূননির্মান করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার। এই স্টেডিয়ামটি ধারণ ক্ষমতা ধরা হচ্ছে ১ লাখ ১০ হাজার। যা আস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চেয়ে দর্শক ধারণ ক্ষমতায় বড়।

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জিসিএ) সহ-সভাপতি পরিমল নাথওয়ানি টুইটারের পাতায় পরিমল লিখেছেন, ‘দুনিয়ার সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে এটি। মেলবোর্নের চেয়েও যা হবে আকারে বড় মাপের। পুরো কাজ শেষ হয়ে গেলে নতুন মোতেরা হয়ে উঠবে গোটা দেশের গর্ব।’

স্টেডিয়ামটির সাথে একটি একাডেমী, তিনটি অনুশীলন মাঠ, ৭৬টি কর্রপোরেট বক্স এবং একটি অলিম্পিক সাইজের সুইমিং পুল রাখা হবে। সম্পূর্ন স্টেডিয়ামটি নির্মাণ করা হচ্ছে ৬৩ একর জমির উপর।

Exit mobile version