Site icon Jamuna Television

কমছে না শীতের তীব্রতা

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা এখনও কমেনি। রাত হলেই তাপমাত্রা নেমে যাচ্ছে ১০ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত।

হিম বাতাসে শীত তীব্র অনুভূত হচ্ছে পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে। কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। যা চলতি মাসের মাঝামাঝি বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতে জবুথবু মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। ঠান্ডার কারণে দুর্ভোগ বেড়েছে শিশু ও বয়োঃবৃদ্ধদের। শ্রমজীবী আর ছিন্নমূল মানুষ শীত নিবারণের জন্য খড়কুঁটোর উপর নির্ভর করছে।

Exit mobile version