Site icon Jamuna Television

রিজার্ভ চুরির মামলায় আরসিবিসি ব্যাংকের সাবেক ম্যানেজারকে দোষী সাব্যস্ত

বাংলাদেশের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের সাবেক ব্র্যাঞ্চ ম্যানেজার মাইয়া দেগুইতোকে দোষী সাব্যস্ত করলেন দেশটির আদালত। বৃহস্পতিবারের শুনানিতে, তার বিরুদ্ধে আনা অর্থ কেলেঙ্কারির ৮টি অভিযোগ প্রমাণিত হয়।

এরমধ্যে অন্যতম বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া ১০ কোটি ১০ লাখ ডলার। প্রত্যেকটি অভিযোগের জন্য দেগুইতোর ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া দিতে হবে ১০ কোটি ৩০ লাখ ডলার জরিমানা।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ভাষ্য, বাংলাদেশের রিজার্ভ চুরির সাথে সরাসরি জড়িত দেগুইতো। কারণ, বিপুল পরিমাণ অর্থ তোলা এবং সেগুলো ৪টি অজ্ঞাত ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যাপারে সহযোগিতা করেছেন তিনি। অবশ্য, এসব অভিযোগ অস্বীকার করে দেগুইতো বলেছেন, তিনি শুধু আরসিবিসি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের ‘বলির পাঠা’ হয়েছেন।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে, রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের ৮ কোটি ১০ লাখ ডলার পাঠানো হয় ফিলিপাইনে। বাকি ২ লাখ ডলার যায় শ্রীলঙ্কায়। সিনেটে শুনানি ও তদন্তের পর অল্প কিছু টাকা ফেরত দেয় ম্যানিলা।

Exit mobile version