Site icon Jamuna Television

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুস সবুর মোল্লা (৫২) কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে জেলা ও দায়ার জজ আদলত। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ সাদিকুল ইসলাম তালুকদার এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সবুর মোল্লা কলারোয়া উপজেলার মুরারিকাটি গ্রামের আবুল কাসেম মোল্লার ছেলে।
নিহত রোমেছা খাতুন কলারোয়া উপজেলার কুমারনাল গ্রামের মৃত মেহের আলি সরদারের মেয়ে।

মামলার বাদী নিহত রোমেছার ভাই জালাল উদ্দিন জানান, বিয়ের পর তারা জানতে পারেন তার ভগ্নিপতির আরো এক স্ত্রী আছে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। তার বোন এলজিইডি প্রকল্পের কাজ করতো। বেতন পাওয়ার পর তার ভগ্নিপতি বেতনের টাকা নেওয়ার জন্য তার বোনকে মারধর করতো। ২০.০৮.২০১২ তারিখে বেতনের টাকা না দেওয়ায় তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এলাকাবাসি তার ভগ্নিপতিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। সে আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দিও দেয়।

পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা কলারোয়া থানার এসআই ফকির আজিজুর রহমান আসামি আব্দুস সবুর মোল্লার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. তপন কুমার চক্রবর্তী জানান, স্ত্রী রোমেছা খাতুনকে হত্যার দায়ে সবুর মোল্লাক ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় জেলা ও দায়রা জজ আদালত। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল।

Exit mobile version