Site icon Jamuna Television

লক্ষ্মীপুরে মাদ্রাসা ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনায় ইয়াছিন আরাফাত নামে এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতন করার অভিযোগ ওঠেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের পশ্চিম লাহারকান্দি এলাকায় রওযাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের ঘটনায় গুরুতর আহত ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আব্দুল কাদের ফয়েজী পলাতক রয়েছেন। আহত ছাএ লাহারকান্দি গ্রামের আব্দুর লতিফের ছেলে।

আহত ছাত্রের ভগ্নীপতি মো. সলিম জানান, হিফজুল কোরআন বিভাগের ছাত্র ইয়াছিন আরাফাত বেশ কিছু সমস্যার জন্য বর্তমান মাদ্রাসা হতে অন্যত্র ভর্তি হতে চাইলে মাদ্রাসার শিক্ষক ক্ষিপ্ত হয়ে আরাফাতকে শিকলে বেঁধে বেদম প্রহার করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version