Site icon Jamuna Television

স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচিতে ছাত্রলীগের দু’পক্ষের মারামারি

বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচিতে ধাক্কা দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর সোহেল চত্বর আওয়ামী লীগের কার্যালয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নগরীর সোহেল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যায় জেলা ছাত্রলীগ। এসময় সংগঠনের বন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ওবায়দুল সেরনিয়াবাতকে ধাক্কা দেয় সাংগঠনিক সম্পাদক রাজিবের এক সমর্থক। প্রতিবাদ জানালে সমর্থকদের নিয়ে ওবায়দুলের ওপর হামলা চালায় রাজিব। থামাতে গেলে জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল সেরনিয়াবাতকেও মারধর করা হয়।

Exit mobile version