Site icon Jamuna Television

আগামি পাঁচ বছর সরকারের জন্য কঠিন পরীক্ষার সময়: প্রধানমন্ত্রী

আগামি পাঁচ বছর সরকারের জন্য কঠিন পরীক্ষার সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন যেনো অব্যহত থাকে এরজন্য যে যাত্রা শুরু হয়েছে তা এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ এখন মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা যুদ্ধপরাধীদের আর ভোট দেবে না। দেশের মানুষ এখন শান্তি ও দেশের উন্নতি চায়।

এসময় তিনি সকল ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী ও সমর্থনকারী সকল পেশাজীবীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

নির্বাচনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আন্দোলনে যারা ব্যর্থ হয় নির্বাচনেও তারা জয়ী হতে পারে না। বাংলাদেশকে আর কেউ পেছনে নিতে পারবে না। যুদ্ধাপরাধীরা যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version