Site icon Jamuna Television

আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনের তফসিল

আগামী সপ্তাহে সংরক্ষিত মহিলা আসনে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ ৪৩, জাতীয় পার্টি ৪, ঐক্যফ্রন্ট ১ ও অন্যান্য দল থেকে ২ জন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হবে। সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন তারা। সাধারণ নির্বাচনের গ্রেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত আসনে নির্বাচন দেয়ার বিধান রয়েছে। সংসদ সদস্যদের শপথ নেয়ার ৩ কার্য দিবসের মধ্যে তালিকা প্রস্তুত করে তা ইসি সচিবকে পাঠাতে হয়। তালিকা অনুযায়ী কমিশন রাজনৈতিক দল ও জোটভিত্তিক আলাদা ভোটার তালিকা প্রস্তুত করবেন।

এছাড়া ইসি সচিব জানান, মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে উপজেলা নির্বাচন।

Exit mobile version