Site icon Jamuna Television

ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্যমেলা

রাজধানীতে ২৪-তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিন আজ। ছুটির দিনে সকাল থেকেই ক্রেতা সমাগম শুরু হয়েছে মেলায়। নানা বয়সী মানুষ ভিড় করেছে মেলায়। এদের সবাই কেনাকাটা করতে এসেছেন এমন নয়, অনেকেই এসেছেন সাপ্তাহিক ছুটি দিনে ঘুরতে। তবে, সাধ ও সাধ্যের সমন্বয় হয়ে গেলে দর্শনার্থী থেকে ক্রেতায় পরিণত হতে কতক্ষণ?

স্থানীয় কয়েকশ প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের ২২টি দেশের ৫২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের বাণিজ্য মেলায়। সব মিলিয়ে স্টল থাকছে ৫৫০টি। রেডিমেড গার্মেন্টস পণ্য, হোমটেক্স, ফেব্রিকস পণ্য, হস্তশিল্প, পাট ও পাটজাত পণ্যের পাশাপাশি থাকছে গৃহস্থালি, তৈজসপত্র, সিরামিক ও ইলেক্ট্রনিক্স সামগ্রী। নির্বাচনের জন্য মেলা কয়েকদিন পরে শুরু হলেও চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাণিজ্যমেলা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version