Site icon Jamuna Television

নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ বামজোটের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন গণতান্ত্রিক বাম জোটের প্রার্থীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন নিয়ে বাম-গণতান্ত্রিক জোটের গণশুনানিতে এসব অভিযোগ সবিস্তারে তুলে ধরেন তারা। গণশুনানিতে নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক, দেশের বিশিষ্টজন ও শ্রেণি-পেশার মানুষ ও সংবাদ কর্মীদের আমন্ত্রণ জানানো হয়।

এবারের নির্বাচনে বামজোটের ৮টি দল থেকে ১৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের কেউই জিততে পারেননি। গণশুনানিতে এসব প্রার্থীরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তারা বলেন, ভোটের আগের দিন, ভোটের দিন ও পরের দিন অনেক অনিয়ম হয়েছে। এর পক্ষে সুনির্দিষ্ট ঘটনার উদাহরণ দেন তারা।

প্রার্থীরা অভিযোগ করেন- ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভরিয়ে রাখা হয়েছে। তারা দাবি করেন, অতীতের যেকোনো কারচুপিপূর্ণ নির্বাচনকে হার মানিয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন তারা।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version