Site icon Jamuna Television

এম কে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজধানীর কাটাবন জামে মসজিদে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতাকর্মীরা যোগ দেন। এরপর বর্ষীয়ান এই নেতার মরদেহ নেয়া হয় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে। জাতীয় সংসদ ভবন দক্ষিণ প্লাজায় আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে ।

আগামীকাল কুমিল্লার হোমনায় পারিবারিক কবরস্থানে সম্পন্ন হবে দাফন। গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এম কে আনোয়ার। সবশেষ গত মাসের ২৪ তারিখ ভারতে চিকিৎসা শেষে ১ অক্টোবর দেশে ফেরেন তিনি। সোমবার রাতে জ্বরে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শে তাকে চিকিৎসা দেয়া হয়। কিন্তু রাত ১ টা ২০ মিনিটে পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমান এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

Exit mobile version