Site icon Jamuna Television

ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চাঁদপুরে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত এবং অন্যায়।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেধে নিয়ম অনুযায়ী ভর্তি কার্যক্রম চালাতে হবে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া, প্রতিটি শিশুকে স্কুলমুখী করা এবং ঝড়ে পড়া রোধসহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, শিক্ষার মানোন্নয়নে যা যা প্রয়েজন তা সব করবে সরকার। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।

Exit mobile version