Site icon Jamuna Television

রাজধানীতে ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ

রাজধানীতে ট্রেনের সাথে একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ ভোর ৫টায় সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসের সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। তবে এর ফলে কমলাপুর থেকে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

আজ ভোরে ডাউন উপবন এক্সপ্রেস মগবাজার ই/১৫ নং গেটে বিকল ট্রাকের সাথে কলিশন হয়, সেই ট্রাক আবার আপ লাইনে এসে পড়ে এবং একই সময়ে ঢাকা হতে বের হওয়া বলাকার সাথে পুনরায় কলিশন হয়। বলাকাকে এরপর ঢাকা নিয়ে আসা হয় লাইন ব্লক হয়ে যাওয়ায়।

কিছুক্ষণ আগে বলাকা ঢাকা ছেড়ে যায়,এখন তিস্তা ছেড়ে যাচ্ছে, এরপর রিলিফ ট্রেন আপ লাইনে এসে উদ্ধার কাজ শুরু করবে। রিলিফ ট্রেন কাজ করার কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মগবাজার রেলগেট পার হওয়ার সময় ওই ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রাকচালক অনেকক্ষন চেষ্টার পরও ট্রাকটি সচল করতে পারেননি।

মহানগর প্রভাতী,এগারো সিন্ধুর প্রভাতী ঢাকায় অবস্থান করছে এবং সেকশন ক্লিয়ার করার পর একে একে ছেড়ে যাবে।

Exit mobile version