Site icon Jamuna Television

সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আহমেদ। ফাইল ছবি।

সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদে।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে-বিদেশে কেউ ৩০ ডিসেম্বরের নির্বাচন গ্রহণ করেনি। তা সত্ত্বেও সরকার সংলাপে বসার আহ্বান অগ্রাহ্য করছে বলেও উল্লেখ করেন রিজভী আহমেদ।

রিজভী বলেন, মহাভোট ডাকাতির তথ্যপ্রমাণ সবার কাছেই আছে। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইআইইউ’র রিপোর্টে, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রের বদলে, স্বৈরতান্ত্রিক দেশের সমপর্যায়ে বলেও জানান রিজভী আহমেদ। বলেন, অচিরেই বিশাল রাজনৈতিক ধাক্কা খেতে হবে বর্তমান ভোটারবিহীন সরকারকে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version