Site icon Jamuna Television

পুনর্নির্বাচনের লক্ষ্যে সংলাপের দাবি গণফোরামের

ফাইল ছবি।

বর্তমান সংকট কাটানোর জন্য অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করেছে গণফোরাম। এ লক্ষ্যে সরকারকে সংলাপের উদ্যোগ গ্রহণের দাবিও জানিয়েছে দলটি।

শনিবার সকালে আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে নির্বাচন আর সাম্প্রতিক রাজনীতি নিয়ে আলোচনায় বসেন গণফোরাম নেতারা। দলের সভাপতি ড. কামাল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। বৈঠকে গণফোরাম নেতৃবৃন্দ বলেন, ভোটের আগের রাতে প্রশাসন ও নির্বাচনী কর্মকর্তাদের মাধ্যমে ব্যালট বাক্স ভর্তি আর ভয়ভীতি দেখিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়।

নির্বাচনে সীমাহীন কারচুপি হয়েছে দাবি করে গণফোরাম নেতারা বলেন, ঐক্যফ্রন্ট ও জনগণ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version