Site icon Jamuna Television

‘জিরো টলারেন্স’ নীতিতে ফ্রান্স

‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন থেকে যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা দমনে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবে ফ্রান্স।

শনিবার নবম দফায় বিক্ষোভ কর্মসূচি শুরুর মুখে এ ঘোষণা দেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরনের সরকার।

সংঘাত ঠেকাতে শুধু রাজধানী প্যারিসেই পাঁচ হাজার সেনা মোতায়েন করেছে প্রশাসন। পুরো দেশে এ সংখ্যা ৮০ হাজার।

ধারণা করা হচ্ছে, গেল সপ্তাহের চেয়েও বড় ও সহিংস রূপ নিতে পারে আজকের আন্দোলন।

‘ইয়েলো ভেস্ট’ কর্মসূচির প্রাণকেন্দ্র- চ্যাম্প এলিজি ও আশপাশের এলাকাগুলোতে সড়ক অবরোধের জন্য প্রস্তুতি নিয়েছে বিক্ষোভকারীরা। বন্ধ করে দেয়া হয়েছে দোকানপাট, অফিস-আদালতসহ সব ধরনের প্রতিষ্ঠান। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নভেম্বরে দেশজুড়ে শুরু হওয়া বিক্ষোভ সম্প্রতি রূপ নিয়েছে সহিংস সরকারবিরোধী আন্দোলনে।

এদিকে ফ্রান্সের পর, কর সংস্কারের দাবিতে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন শুরু হয়েছে তাইওয়ানেও।

Exit mobile version