Site icon Jamuna Television

সাদুল্যাপুরে জমি থেকে গৃহবধুর লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্যাপুরে জমি থেকে মাইরন বেগম (৪৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরের দিকে সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের চকনারায়ণ গ্রামের ব্রিজের পাশের একটি ফাঁকা ধানের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মাইরন বেগম সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামের লাবলু মিয়ার দ্বিতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে চকনারায়ণ গ্রামের ব্রিজের পাশের একটি ফাঁকা জমিতে গৃহবধুর লাশ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইরন বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

Exit mobile version