Site icon Jamuna Television

‘আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবেন প্রধানমন্ত্রী’

আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিগগিরই সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার শুরুতে সাংবাদিকদের সাথে আলাপকালে কাদের বলেন, আগে যাদের সাথে সংলাপ হয়েছিল, তাদেরকেই আমন্ত্রণা জানানো হবে।

এসময় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, জামায়াতকে সাথে নিয়ে নির্বাচন করা ঠিক হয়নি- এই ভুল স্বীকার করতে হবে, এবং এর খেসারত দিতে হবে তাকে।

উপজেলা নির্বাচনকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে জানান তিনি।

সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে ১৯ জানুয়ারিতে সমাবেশের আয়োজন করছে আওয়ামী লীগ। তার প্রস্তুতি নিয়ে এই যৌথসভায় অংশ নিচ্ছেন ঢাকা জেলা, মহানগর ও আশেপাশের জেলা সমূহের নের্তৃবৃন্দ। সমাবেশের বিশালত্ব প্রমাণে সবাইকে নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের সোহরাওয়ার্দী উদ্যানে ব্যানার-ফেস্টুন না আনার আহ্বান জানান।

Exit mobile version